Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

            সম্প্রতি এনএটিপি প্রকল্পের আওতায় ১১ টি ইউনিয়নের ৩৩ টি সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) এর মোট ৬৬০ জন কৃষক/খামারীদেরকে বিভিন্ন ক্যাটাগরি যেমন গাভী পালন, গরু  হৃষ্টপুষ্টকরণ, ছাগল পালন এবং মুরগী পালন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

           কৃত্রিম প্রজনন ও ভ্রণ হস্তান্তর প্রকল্পের আওতায় ১১ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৪০ জন দুগ্ধ খামারীকে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

১। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালনঃ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রতিবছর জানুয়ারি মাসে সপ্তাহব্যাপি প্রাণিসম্পদ দপ্তর থেকে বিবিধ সেবা প্রদান করা হয়। বিনামূল্যে টিকা প্রদান, চিকিৎসা প্রদান, উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ, উন্নত জাতের ষাড়ের বীজ দ্বারা সংকরায়ন করা হয়। এছাড়াও সচেতনতা মূলক সভা, র‌্যালি, উঠান বৈঠক ইত্যাদির আয়োজন করা হয়।

২। পাবলিক সারভিস দিবস উদযাপনঃ জাতিয় পাবলিক সারভিস দিবস উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর থেকে দিনব্যাপি বিবিধ সেবা প্রদান করা হয়। বিনামূল্যে টিকা প্রদান, চিকিৎসা প্রদান, উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ, উন্নত জাতের ষাড়ের বীজ দ্বারা সংকরায়ন করা হয়। এছাড়াও সচেতনতা মূলক সভা, র‌্যালি, উঠান বৈঠক ইত্যাদির আয়োজন করা হয়। 

৩। বিজয় দিবসে বিশেষ সেবা প্রদানঃ প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর থেকে দিনব্যাপি বিশেষ সেবা প্রদান করা হয়। 

৪। এনএটিপিঃ এনএটিপি প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নের ৩টি করে সমিতিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। নির্বাচিত খামারীদের বিনামূল্যে ঘাস চাষের উপকরণ বা গাভীর খাদ্য, চিকিৎসা, টিকা প্রদান করা হয়।

৫। ইউএলডিসিঃ প্রাণিসম্পদ দপ্তর নির্মানে উক্ত প্রকল্প সহায়তা প্রদান করেন

৬। বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পঃ ব্রাহামা মাংসের জন্য বিখ্যাত গরুর একটি জাত যা বর্তমানে বাংলাদেশে উৎপাদিত হচ্ছে।

৭। মাঠ দিবস- বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী শেষে মাঠ দিবসের আয়োজন করা হয়।

৮। প্রশিক্ষণ- প্রতিটি ইউনিয়নের খামারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

৯। অন্যান্য- খামার ভিজিট, মোবাইল কোর্ট পরিচালনা।