Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,সদর, কিশোরগঞ্জ অত্র উপজেলার বত্রিশ এলাকায় অবস্থিত । বত্রিশ সড়কের পাশে ইউএলডিসি কর্তৃক নির্মিত নতুন দুই তলা ভবনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, সদর , কিশোরগঞ্জ এর কার্যক্রম পরিচালিত হয়। অত্র দপ্তরটি জেলাস্বরনী মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত । অফিসটি সরকারী ছুটির দিন ব্যাতিত সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে । অত্র অফিসে একজন ভেটেরিনারি সার্জন চিকিৎসা প্রদান করে থাকেন যিনি একজন বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের অফিসার । মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য আছেন ৩ জন ভিএফএ, ১ জন এফএ(এআই)। এছাড়াও চিকিৎসার কাজে সহায়তায় আছেন কম্পাউন্ডার ও ড্রেসার । সার্বিক বিষয়াবলী তত্বাবধান করেন  উপজেলা প্রাণিসম্পদ অফিসার । 


কিশোরগঞ্জ সদর উপজেলা প্রানিসম্পদ দপ্তর প্রাণীজ আমিষের ঘাটতি মিটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । দারিদ্র বিমোচন, কর্মসংস্থানর ও বৈদেশিক মুদ্রা অর্জনে এখাতের অবদান অনস্বীকার্য ।  এখানে গবাদিপশু হাস মুরগী পালনের অনুকূল পরিবেশ রয়েছে । উন্নত মানের গাভী, মহিষ, ছাগল ও ভেড়া প্রতিপালনের মাধ্যমে মাংস,ডিম ও দুধের চাহিদা পূরণ সম্ভব ।যেখানে আমাদের মাথা পিছু ২৫০ মিলি দুধ,১২০ গ্রাম মাংসের প্রয়োজন সেখানে মাত্র ৩০ মিলি দুধ ১২ গ্রাম মাংসের যোগান রয়েছে , অন্যদিকে বৎসরে ,১০৬ টি ডিমের জায়গায় মাত্র ২৬ টি ডিমের যোগান রয়েছে ।

বর্তমানে এ উপজেলায় ৬৮টি গাভীর খামার ,২৫টি ছাগলের খামার, ১২টি ভেড়ার খামার ,১টি সরকারী মুরগীর খামার ,১৫৫টি বেসরকারি মুরগীর খামার ,

১৪৩ টি হাঁসের খামার,ব্রয়লার খামার ৪৭০টি ,১টি প্রানিসম্পদ হাসপাতাল ,১টি কৃএিম প্রজনন উপকেন্দ্র , ২টি কৃএিম প্রজনন পয়েন্ট রয়েছে ।

এখানকার জনগনের উল্লেখ যোগ্য অংশ প্রাণীসম্পদ প্রতিপালনে নিয়োজিত রয়েছে।