পর্যাপ্ত ও অধিকতর নিরাপদ প্রাণিজ আমিষ তথা দুধ, ডিম ও মাংশ উৎপাদনের লক্ষ্যে গবাদি পশুর জাত উন্নয়ন ( ফ্রিজিয়ান, শাহিয়াল ও ব্রাহমা) প্রাণিপুষ্টি উন্নয়নের জন্য ঘাস চাষ সম্প্রসারণ, রোগ প্রতিরোধে কার্যকর টিকা প্রদান ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশ বান্ধব হাস মুরগীর খামার স্থাপন প্রকল্পে খামারীদের দক্ষতা উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ।
১। গ্রামীন এম্বুলেন্স- স্বল্প খরচে গ্রামের প্রত্যন্ত স্থান থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অসুস্থ গবাদি পশু আনা নেয়ার জন্য গ্রামীন এম্বুলেন্স চালু।
২। মোবাইল এপস- মোবাইল এপস এর মাধ্যমে খামারীদের সহজ পদ্ধতিতে সেবা প্রদান।
৩। ফেসবুক পেজ চালু- এর মাধ্যমে খামারীদের সহজ পদ্ধতিতে সেবা প্রদান।
৪। অনলাইন সেবা- ইমো, লাইন, ভাইবারের মাধ্যমে খামারীদের সহজ পদ্ধতিতে সেবা প্রদান।
৫। মোবাইল এসএমএস- এর মাধ্যমে খামারীদের সহজ পদ্ধতিতে সেবা প্রদান।
৬। স্থায়ি জীবাণুনাশক স্প্রে কার্যক্রমের পয়েন্ট
৭। সুনির্দিষ্ট স্থানে পশু জবাই
৮। স্থায়ি কসাইখানা নির্মান
৯। রাস্তার পাশে উন্নত জাতের ঘাস চাষ
১০। দুধ প্রক্রিয়াজাত করণ
১১। দুধের বাজারজাত করণে সহজ উপায়
১২। দেশীয় জাত সংরক্ষণ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস